বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যেটি নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় তৈরি করতে পারে ধারণা করছে আবহাওয়াবিদরা। আজ বৃহস্পতিবার (১৪ মে) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
লঘুচাপটি ঝড়ে তৈরি হলে কোথায় আঘাত হানবে এ ব্যাপারে এখনো কিছু বলতে পারেনি তারা। যদি বাংলাদেশে এই সময়টাতে কালবৈশাখী ঝাপটা মারে। উত্তপ্ত হয়ে থাকে সাগর।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, নিম্নচাপে পরিণত হয়ে এটি দিক পরিবর্তন করার সম্ভাবনা আছে। সাগরের যে স্থানে লঘুচাপ সৃষ্টি হয়েছে, সেখান থেকে এটি যথেষ্ট শক্তিশালী হয়ে উঠতে পারে। নিম্নচাপের প্রভাবে বাতাসের তীব্রতা বাড়বে। সেইসাথে বৃষ্টিপাত হতে পারে।