অন্যান্য

বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘণীভূত, বন্দরে সতর্ক সংকেত

চট্টগ্রামের দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে।

এই কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার (১৬ মে) পতেঙ্গা আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী জানান, নিম্নচাপটি ২০মে পর্যন্ত বঙ্গোপসাগরে অবস্থান করবে এবং এ সময়ের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

তিনি আরো জানান, নিম্নচাপ কেন্দ্রের নিকটে সাগর উত্তাল রয়েছে। ২০মে পর্যন্ত নিম্নচাপটি অবস্থান করতে পারে। এ সময়ের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হলে সতর্ক সংকেত বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *