কক্সবাজারের কুতুবদিয়ায় আল্লামা শাহ আব্দুল মালেক শাহ আল কুতুবীর বার্ষিক ওরশে যাওয়ার পথে যাত্রীবোঝাই একটি ট্রলার উল্টে গেছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামের বাঁশখালী থেকে ছেড়ে আসা ওই ট্রলারে প্রায় ৭০/৮০ জন যাত্রী ছিল বলে জানা গেছে।
তবে এখনো হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি। কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ফেরদৌস বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান-যাত্রীবাহি একটি ট্রলার উল্টে গেছে বলে শুনেছি। তবে এখনই বিস্তারিত কিছু বলতে পারছিনা। উদ্ধার অভিযানে লোক পাঠানো হচ্ছে।