ফেনী জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান বলেছেন,পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন রয়েছে। খেলাধুলায় যুক্ত থাকলে শিক্ষার্থী বিপদগামী হবে না। আমি আশাকরি এ স্কুলের শিক্ষার্থীদের মধ্য থেকে জাতীয় পর্যায়ে ক্রীড়াবিদ তৈরি হবে। ভালো মানুষ হতে হলে অভিভাবক, বয়োজ্যেষ্ঠ ও শিক্ষকদের সম্মান করতে হবে।
শনিবার ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা: সুমনী আক্তার, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী ছলিম উল্লাহ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূইয়া, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা। প্রতিযোগিতায় ২০টি ইভেন্টে বিজয়ী ১শ ২০ জনকে পুরস্কৃত করা হয়।