ফুলগাজী উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে কৃষিজমির উর্বর মাটি কেটে সরবরাহ করা হচ্ছে ইটভাটায়।এতে জমির উর্বরতা নষ্ট হয়, তেমনি মাটিবাহি ট্রাকের প্রভাব পড়ছে বেড়িবাঁধেও। এ ধরনের খবর পেয়ে বুধবার গভীর রাতে সদর ইউনিয়নের বরইয়া এলাকায় ছুটে যান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল-আমিন।
এসময় ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় মাটি কাটার স্কেভেটরটি অকেজো করা হয়। পানি উন্নয়ন বোর্ডের ফুলগাজীর অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-সহকারি প্রকৌশলী ইউসুফ আহমেদ জানান, ঘটনাটি জেনে তিনি গতকাল বরইয়া এলাকায় সরেজমিনে দেখতে যান।
আরও পড়ুন: রঙ নিয়ে মানুষের এমন ট্রল করা আমাকে ভাবায় : মাহি
সেখানে ফসলি জমির মাটি কাটা ও মাটিবাহী ট্রাক চলাচলে মুহুরী নদীর বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার দৃশ্য দেখতে পান।