করোনা ভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতিতে হাম-রুবেলা ক্যাম্পেইন স্থগিত করেছে স্বাস্থ্য অধিদফতর। সোমবার স্বাস্থ্য অধিদফতরের জনসংযোগ কর্মকর্তা মো. আক্কাছ আলী শেখ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, আগামী ১৮ মার্চ থেকে এ ক্যাম্পেইন শুরুর কথা ছিল। রাজধানীসহ সারাদেশে ৩ সপ্তাহব্যাপী এ ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১০ বছরের নিচে প্রায় ৩ কোটি ৪০ লাখ শিশুকে এক ডোজ এমআর টিকা দেয়ার কথা থাকলেও করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকির কারণে ক্যাম্পেইন স্থগিত করা হয়।
‘আয় আয় সোনামণি টিকা নিয়ে যা’ এ প্রতিপাদ্যকে সামকে রেখে আগামী ১৮ মার্চ-১১ এপ্রিল পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে ফেনীতে তিন লাখ ৩৮ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেয়ার কথা ছিলো। টিকাদান উপলক্ষে গত ১০ মার্চ মঙ্গলবার সকালে ফেনীর সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেছিলেন ফেনীর সিভিল সার্জন ডা. মো. সাজ্জাদ হোসেন।