আগামী শনিবার ফেনী আসছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশ্রাফুল। ওই দিন তিনি পরশুরাম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সলিয়া একতা সংঘ আয়োজিত ক্রিকেট টুর্ণামেন্টে ফাইনাল খেলায় পরস্কার বিতরণ করবেন।
আয়োজক সূত্রে জানা যায়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে উপজেলার ৮টি দল নিয়ে টি-১০ পদ্ধতিতে আয়োজন করা হয়েছে এ টুর্নামেন্টের। ওইদিন বিকাল ৩টায় ফাইনালে সলিয়া একাদশের মুখোমুখি হবে অনন্তপুর একাদশ। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিত থাকার কথা রয়েছে।