ফেনী

ফেনী‌তে ই‌জি বাইক চোর গ্রে’ফতার,মালামাল উ’দ্ধার

ফেনী শহ‌রের একা‌ডেমী এলাকা থে‌কে মো ইয়া‌ছিন প্রকাশ আ‌সিক (২৭) না‌মে এক ই‌জিবাইক চো’র‌কে আ’টক ক‌রে‌ছে পু‌লিশ। শুক্রবার সকা‌লে একা‌ডেমী থে‌কে তা‌কে গ্রে’ফতার ক‌রেন ফেনী ম‌ডেল থানার উপ প‌রিদর্শক মাইন উ‌দ্দিন ভূঞা।

গ্রে’ফতারকৃত আ‌সিফ পৌর এলাকার সৈয়দ নগ‌রের বাহার মিয়ার ছে‌লে। আ‌সিফ শ‌নিবার চু’রির ঘটনায় জ‌ড়িত অা‌ছে ম‌র্মে ফেনীর আদাল‌তে ১৬৪ ধারায় জবানবন্দী দি‌য়ে‌ছে। এর আ‌গে আ‌সি‌ফের দেয়া তথ্যম‌তে প‌ু‌লিশ তার বাড়ী থে‌কে চো’রাই পন্য উ’দ্ধার ক‌রে।

জানা গে‌ছে ১৮ ফেব্রুয়ারী রা‌তে বি‌রি‌ঞ্চি হাংকার রাস্তার মাথায় এলাকার মা‌য়ের দোয়া মোটরর্স এর গুদাম ঘ‌রের টি‌নের চালা খু‌লে এক‌টি চো‌’রের দল এক‌টি ই‌জিবাইক,ক‌য়েক‌টি ব্যাটারী ও বেয়া‌রিং নি‌য়ে যায়। প‌রের দিন দোকা‌নের মা‌লিক হা‌নিফ ফেনী ম‌ডেল থা’নায় এক‌টি অ‌ভি‌যোগ দা‌য়ের করে। অ‌ভি‌যো‌গের প্রে‌ক্ষি‌তে অনুসন্ধান চা‌লি‌য়ে পু‌লিশ আ‌সিফ‌কে গ্রে’ফতার ক‌রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *