ফেনীর কৃতি সন্তান তামান্না ইসলাম নুপুর সেরা গবেষক হিসেবে বঙ্গবন্ধু ফেলোশিপ অর্জন করেছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে বঙ্গবন্ধু ফেলোশিপ বিশেষ গবেষনা অনুদান ও এনএসটি ফেলোশিপের চেক গ্রহণ করেছে।
ইতিপূর্বে নুপুর ঢাকা বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্হান অর্জন করেছিল।তার প্রাথমিক শিক্ষাজীবন শুরু হয়েছিল ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল থেকে। সে ২০০৯ সালে ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি তে গোল্ডেন জিপিএ ফাইভ ও কুমিল্লা বোর্ডে ১৮তম স্হান অর্জন করেছিলো।
২০১১ সালে ফেনী সরকারী কলেজ থেকে এইচএসসি তে গোল্ডেন জিপিএ ফাইভ ও কুমিল্লা বোর্ডে ১৯তম স্হান করেছিলো ।ছোট বেলা থেকে সে সরকারী/বেসরকারী বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছিলো ।
পড়ালেখার পাশাপাশি নুপুর আবৃত্তি ,ছবি আঁকা, উপস্হিত বক্তৃতা বিতর্ক, নাটক এ জাতীয় পর্যায়ে একাধিক পুরস্কার পেয়েছে।
এছাড়া ২০০১ সালে সুইডেন থেকে ছবি আঁকায় বিশেষ পুরস্কার অর্জন করে।অতিসম্প্রতি নুপুর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্সে সেরা ফলাফলের ভিত্তিতে প্রেসিডেন্ট গোল্ড মেডেলের জন্য মনোনীত হয়েছে। তামান্না ইসলাম নুপুর সকলের দোয়া প্রার্থী