ফেনী

ফেনীর ধর্মপুরে ভি‌জিএফ এর চালসহ ইউপি সদস্য আট ক

ফেনী সদর উপ‌জেলার ধর্মপুর থেকে ভিজিএফ এর ৩ বস্তা চালসহ ইউ পি সদস্য নাছিরকে আট ক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শুক্রবার বিকেলে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বটতলা এলাকার একটি টেইলার্স দোকান থেকে চাল গুলো উ দ্ধার করা হয়।এসময অনৈতিক ভাবে অন্যের চাল নিজ হেফাজতে রাখার দায়ে ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য নাছিরকে আট ক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় জেলা গোয়েন্দা পুলিশ।এসময় রিতু ড্রেস হাউজ নামে একটি দোকান থেকে ত্রিশ কেজি করে মোট ৩ বস্তা চাল উ দ্ধার করা হয়।একপর্যায় দোকান মালিকের দেয়া তথ্যমতে পুলিশ জানতে পারে চাউল গুলো সরকারী ভিজিএফ এর এবং এগুলো ইউপি সদস্য নাছির রেখেছে।পরে পুলিশ ইউপি সদস্য নাসিরকে আ টক করে।

এ ব্যপারে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এ এন এম নুরুজ্জামান জানান,ইউপি সদস্য নাছির এর কাছ থেকে আরো তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *