ফেনীর শহীদ জহির রায়হান হল পূণ:নির্মাণ ও ফেনী শিল্পকলা একাডেমীকে আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বৃহস্পতিবার দুপুরে শিল্পকলা একাডেমীহিল পরিদর্শন করে এমন মন্তব্য করেন।
দুপুরে ফেনী সার্কিট হাউজে ফেনীবাসীর পক্ষে বিভিন্ন উন্নয়নমুলক কাজ বাস্তবায়নের লক্ষে দাবী জানিয়ে ডিও লেটার হস্তান্তর করেন ফেনী-২ আসেনর সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
এসময় ফেনী-৩ আসনের সন্মানিত সংসদ সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী, ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার খন্দকার নুরুন্নবীসহ জেলা প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংসদের ডিও লেটার হস্তান্তরের পর মন্ত্রী সবকটি দাবী অতিদ্রুতার সহিত বাস্তবায়নের আশ্বাষ প্রদান করেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তাৎক্ষনিক ফোন করে তা নিশ্চিত করেন।