ফেনীর ছাগলনাইয়ায় এসএসসি পরীক্ষার্থীকে গণিত পরীক্ষা দিয়ে বের হতেই হাতুড়িপেটা করে অন্য পরীক্ষার্থীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ছাগলনাইয়া সরকারি কলেজ কেন্দ্রে।
আ’হত রাকিবুল হক রাহাতের সহপাঠী উপজেলার পাঠাননগর নুরুল হক উচ্চ বিদ্যালয়ের অন্য পরীক্ষার্থী সাইমুম জানায়, ছাগলনাইয়া সরকারি (প্রস্তাবিত) পাইলট হাই স্কুলের ২০-২৫ জন অ’জ্ঞা’ত’নামা এসএসসি (ভোক) পরীক্ষার্থী দলবেঁধে এসে রাহাতকে হাতুড়ি দিয়ে মাথায় ও শরীরে আ’ঘা’ত করতে থাকে। এতে রাহাত ফ্লোরে পড়ে গেলে অভিযুক্তরা কলেজের পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে ছাগলনাইয়া সরকারি পাইলট হাই স্কুল কেন্দ্রের কেন্দ্র সচিব নুরুল হক কিছুই জানেন না বলে জানান।
কেন্দ্র সচিব ছাগলনাইয়া পাইলট হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক নুরুল হক জানান, তিনি এ ঘটনা জানেন না।