আলহামদুলিল্লাহ । ফেনী জেলা স্বাস্থ্য বিভাগ হতে আজ ১১/৪/২০২০ ইং পর্যন্ত করোনা ভাইরাস পরীক্ষার জন্য ৪৮ টি (আটচল্লিশ) নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষার জন্য চট্টগ্রামে অবস্থিত Bangladesh Institute of Tropical & Infectious Diseases (BITID) তে পাঠানো হয় ।
গতকাল ১০/৪/২০২০ইং পাঠানো ৫ টি সহ ৪০ টি (চল্লিশ) নমুনার ফলাফল নেগেটিভ । আজ লক্ষীপুর জেলায় প্রথম করোনা রোগী সনাক্ত হয় । এই ফলাফলে আনন্দিত হওয়ার কিছু নেই । সকলকে অবশ্যই ঘরে থাকার ও সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ জানাচ্ছি । মহান আল্লাহ সকলকে হেফাজতে করুন ।
ধন্যবাদান্তেঃ সিভিল সার্জন ফেনী।