ফেনীতে আন্তঃজেলা স্বর্ন প্রতা’রক চক্রের মূল হোতা আরিফ সহ ৫(পাঁচ) জন আ’টক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার সকালে শহরের হাজারী রোডের একটি বাড়ীতে অভিযান পরিচালনা করে তাদের আট’ক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ পরিদর্শক মোতাহার এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল শহরের হাজারী রোডের একটি বাড়ীতে অভি’যান চালায়।এসময় প্রতা’রক চক্রের মূল হোতা মোঃ আরিফ হোসেন সহ তার ৩ সহযোগীকে আ’টক করে।পরে তাদের দেয়া তথ্যমতে লক্ষীপুর জেলা থেকে আরো দুজনকে আট’ক করে পুলিশ।এসময় প্রতারক চক্রের মূলহোতা আরিফের কাছ থেকে দুটি গোল্ডেন রংয়ের স্বর্নের সাদৃশ্য তামার তৈরি নকল স্বর্নের বার উ’দ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশ আরো জানায়, আ’ট’ককৃতরা দীর্ঘদিন ধরে তামার স্বর্ন দিয়ে বিভিন্নস্থানে প্রতা’রনা করে আসছে।প্রতা’রক অারিফ লক্ষীপুর জেলার চাঁদখালী গ্রামের মৃত মন্তাজ মিয়ার ছেলে।অপর সহযোগীরা হলো জহিরুল ইসলাম,মন্টু মিয়া প্রকাশ মামুন,সাহাব উদ্দিন,শহীদ উদ্দিন তারা সকলে একই জেলার বাসিন্দা।