ফেনীতে ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী এসএমই পণ্য মেলা। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের আয়োজনে এবং জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শহরের মিজান রোডের শহীদ জহির রায়হান মিলনায়তন মাঠে দ্বিতীয়বারের মতো এ মেলা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান। আলোচনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা: সুমনী আক্তার, এনডিসি মীর রাশেদুজ্জামান রাসেদ, বিসিক ফেনীর জিএম অরবিন্দ দাস, সহকারী কমিশনার রেজিয়া সুলতানা, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ সহ-সভাপতি আবুল কাশেম, ব্র্যাকের জেলা সমন্বয়ক চৌধুরী শরিফুর রহমান, সাংবাদিক আবু তাহের, দিলদার হোসেন স্বপন, নাজমুল হক শামীম প্রমুখ।
জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান বলেন, আগামী ১ ফেব্রুয়ারি সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। মেলায় অংশগ্রহণের জন্য সোমবার পর্যন্ত ৪৪টি স্টল বরাদ্দ হয়েছে। এ মেলায় দেশীয় ঐতিহ্যবাহী পণ্য, হস্ত শিল্প, কুঠির শিল্প, মৃগ শিল্প সহ স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের প্রচার-প্রসার ঘটবে।
মেলা আয়োজনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক, বিসিক ও নাসিব প্রতিনিধিরা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, দেশের ৬৪ জেলার মধ্যে এ বছর ৩১টি জেলায় এ মেলা অনুষ্ঠিত হবে।