নিজস্ব প্রতিনিধিঃ ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে শিরিন হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের দায়ে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। সোমবার দুপুরে এতে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল চাকমা শিরিন হোটেলের ম্যানেজার পবিত্র কুমারকে তিন হাজার টাকা জরিমানা করেন।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল চাকমা জানান, সোমবার দুপুরে ফেনী শহরে ভেজাল বিরোধী অভিযানে বের হয়। এ সময় শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের শিরিন হোটেলে গিয়ে দেখা যায় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ করছে। হোটেল কর্মচারীদের গ্লাবস্ ব্যবহার না করা, হোটেলের ম্যানেজারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে পরিস্কার পরিচ্ছন্নতা পরিবেশ রক্ষায় জন্য সর্তক করা হয়।
এ সময় ফেনী সদর উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আবদুর রহমান ও শহর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান অব্যহত থাকবে বলে সহকারী পরিচালক সোহেল চাকমা নিশ্চিত করেছেন।