ফেনী

ফেনীতে র‌্যাবের হাতে ভুয়া র‌্যাব আট’ক

ফেনীতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ১৬ নং ওয়ার্ড, রামপুর রোড  মাতৃছায়া ভূঞা বাড়ীতে র‌্যাব পরিচয়ে  চাঁদাবাজী কালে  ১০ ফেব্রুয়ারি রাতে মোঃ ইকবাল হোসেন (৪০)কে আ’টক করা হয়েছে।

তার পিতার নাম মোঃ শামসুল হুদা, মাতা- আছকিরুন্নেছা, সাং- দৌলতপুর, থানা- ছাগলনাইয়া।

আ’টককৃত ব্যাক্তি র‌্যাবকে জানায়  র‌্যাব পরিচয়ে বিভিন্ন হু’মকি প্রদর্শন করিয়া অর্থ আদায়ের জন্য ভুক্তভোগীদের উপর চাপ প্রয়োগ করে।  আট’ককৃত আ’সামীর দেহ তল্লাশী করে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে চাঁদা আদায়কৃত নগদ ৪৭,৩৪০/- (সাতচল্লিশ তিনশত চল্লিশ) টাকাসহ আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা জানায় , সে দীর্ঘদিন  র‌্যাব পরিচয় বহন করিয় বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের নিকট ভ’য়ভী’তি প্রদর্শন করিয়া চাঁদা আদায় করত এবং চাঁদা না দিলে ক্ষতি সাধন করিবে বলে হু’মকি প্রদর্শন করিত।

উ’দ্ধা’রকৃত মালামালসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *