ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের মজিদ মিয়ার বাজারে র্যাবের অভিযানে ৩ ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এসময় ৩শ ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ফেনীস্থ র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মো: নুরুজ্জামান জানান, বুধবার দুপুরে র্যাবের একটি দল মজিদ মিয়া বাজার পাকা সড়কের উপর র্যাব সদস্যরা একটি চেকপোষ্ট পরিচালনা সিএনজি অটোরিক্সাকে থামানোর সংকেত দেয়। সিএনজিটি থামানো মাত্রই ০৩ জন ব্যক্তি সিএনজি হতে নামিয়া দৌড়ে পালানোর চেষ্টাকালে ফুলগাজীর দক্ষিন গাবতলী এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে মো: ইয়াসিন হোসেন মুন্না (২৪), পূর্বমনতলা গ্রামের মো: ইউসুফের ছেলে মো: ইউনুস (২০) ও উত্তর গুথুমা এলাকার মৃত আলী আহমেদের ছেলে মো: শাহিন উদ্দিন শান্ত (১৮) কে আটক করে তল্লাশী করা হয়।
তাদের প্যান্টের পকেট থেকে ৩শ ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১ লাখ ৮৫ হাজার পাঁচশত টাকা। গ্রেফতারকৃত আসামী, উদ্ধারকৃত ইয়াবা ও আন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।