ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বলেছেন, আইনশৃংখলা নিয়ন্ত্রণে রাখার স্বার্থে এখন থেকে ফেনী জেলায় রাত সাড়ে ১০টার পর থেকে সিএনজি অটোরিক্সা ও মোটর সাইকেল চলাচল সীমিত এবং নিয়ন্ত্রণ করা হবে। অনেকে বৈধ অস্ত্র বিনাপ্রয়োজনে প্রদর্শন করে থাকেন। ইতিমধ্যে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। এটা অব্যাহত থাকবে।
এ ব্যাপারে কোন ছাড় নেই। জঙ্গি ও অপরাধীদের দ্রুত শনাক্ত করতে জেলাব্যাপি একটি ডাটাবেজ তৈরির কাজ চলছে। প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান ও পৌর এলাকার কাউন্সিলরদের কাছে ফর্ম দেওয়া হয়েছে। আপনারা ফর্ম পূরণ করে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের অফিসে জমা দিবেন। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।’
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রবিবার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপার এসব কথা বলেন।