শহর প্রতিনিধি-: ফেনীতে মোটরসাইকেল দূ’র্ঘ’টনায় মোঃ শাহিন ওরফে সোহাগ (২৫) নামে এক যুবক নি’হত হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনী দেবিপুর এলাকায় এ দূ’র্ঘ’টনা ঘটে। নি’হত সোহাগ ফেনী রয়েল হাসপাতাল ও রেডিক্স হোটেলের এমডি মোঃ সেলিমের ছোট ভাই।
ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম মোটরসাইকেল দূ’র্ঘ’টনায় যুবক নি’হতের সত্যতা নিশ্চিত করে জানান, নি’হতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের ম’র্গে রয়েছে।
পরিবার সূত্র জানায়, সদর উপজেলার কালিদহ ইউনিয়নের মাইজ বাড়িয়া উজির আলী ভুইঁয়া বাড়ীর সামনে শুক্রবার সকাল ১১টায় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।