ফেনী

ফেনীতে ভোক্তা অধিকারের অভিযান : দুই খেঁজুর আড়তদারের জরিমানা

ফেনীতে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ রাখতে জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় ফেনীর মহিপাল ফল আড়তে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর একটি টিম অভিযান প‌রিচালনা করেন। অভিযানকালে মূল্য তালিকা না টানানোর দায়ে ২ ফল আড়ত প্রতিষ্ঠানের ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সোমবার, ২৭ এপ্রিল অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারী প‌রিচালক সোহেল চাকমা।

যেসব অসাধু খেঁজুর আড়তদারের কাছ থেকে জরিমানা আদায় করা হয় সেগুলো হলো- মহিপাল এর ফেনী ফ্রুটস এর তিন হাজার টাকা ও ইউসুফ এন্টারপ্রাইজের তিন হাজার টাকা জরিমানা। এ অভিযান অব্যাহত থাকবে বলে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *