ফেনীর চিশতিয়া মা ও শিশু হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃ’ত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটিকে সীলগালা সহ ৩০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। রবিবার দুপুরে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ এর কর্মকর্তারা হাসপাতালটি পরিদর্শন শেষে ব্যাপক অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটি সীলগালা করে দেয়।
গতকাল শনিবার রাতে ভুল চিকিৎসায় ফারহানা আক্তার নামে এক প্রসূতির মায়ের মৃ’ত্যুর অভিযোগে নি’হতের স্বজনরা হাসপাতাল ঘেরাও করে ভাংচুরের চেষ্টা চালায়।পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।একপর্যায় আজ বিষয়টি ক্ষতিয়ে দেখতে প্রশাসনের একটি দল নানা অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটি সীলগালা করে।
ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান জানান,লাইসেন্স নবায়ন না করে অস্বাস্থ্যকর পরিবেশে হাসপাতালের কার্যক্রম পরিচালনা সহ নীতিমালা না মেনে ক্লিনিক চালানাের জন্য প্রতিষ্ঠানটিকে সীলগালা সহ ৩০ হাজা হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি হাসপাতাল কতৃপক্ষ তাদের রেজিস্টার খাতায় প্রতিটি ভর্তি হওয়া রোগীর পাশে দালালদের নাম ও কমিশনের হিসাব লিখে রেখেছে, যা বেআইনি।
অভিযানে জেলা প্রশাসনের কর্মকর্তারাসহ স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ইসতাব রাকিব ও পুলিশের একটি দল উপস্থিত ছিলো।
এ ঘটনায় গতকাল রাতেই ভুক্তভোগী পরিবার হাসপাতাল কতৃপক্ষের বিরুদ্ধে থানায় একটি মা’মলা দায়ের করেন।