শহর প্রতিনিধি-ঃ ফেনীতে বাড়তি দামে মাস্ক বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ী। মঙ্গলবার অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করায় ৩ দোকানের জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সোহেল চাকমা জানান, ফেনীতে অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ী এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার অভিযানকালে শহরের ট্রাংক রোডের সেভরন ক্লিনিকের সামনে ছলিমা মেডিকেল হলে ৬৫ টাকা দামে মাস্ক কিনে তা ১শ ৫০ টাকায় বিক্রি করার দৃশ্য দেখা যায়। মাস্ক ক্রয়ের কোন রশিদ দেখাতে না পারায় দোকান মালিক মো: আরিফের ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
কমলা পট্টির এশিয়া কসমেটিকে বাড়তি দামে কেনা-বেচা করায় দোকান মালিক আজিজুল হক রিপনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইদিন সদর উপজেলার মোটবী ইউনিয়নের লস্করহাট বাজারে বেশি দামে মাস্ক বিক্রি করায় পাটোয়ারি ফার্মেসীর ২ হাজার টাকা, ছনুয়া বাজারে শাহীন ষ্টোরে মূল্য তালিকা না থাকায় ২ হাজার ও হাজী ওছমান নগর বাজারে মোজাম্মেল ষ্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ফেনী জেলা স্যানেটারি ইন্সপেক্টর অমলেন্দু ভান্ডারী, সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আবদুর রহমান সহ জেলা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।