ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধুয়াই গ্রামে করোনা মহামারিতেও হতদরিদ্র এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বুধবার রাতে ধ’র্ষ’ণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত বখাটে মারুফ একই গ্রামের নজরুল ইসামের ছেলে।
জানা গেছে, বিগত দুই বছর যাবত উভয়ের মধ্যে প্রেমের সর্ম্পক ছিল। স্কুলে যাওয়ার আসার পথে মেয়েকে বিভিন্নভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন দিকে নিয়ে আপক্তিকর বিষয়ের অভিযোগ করে মেয়ে।
বুধবার রাত ৯টার দিকে মেয়েদের রান্না ঘরে উভয়কে আপক্তিকর অবস্থায় দেখে বাড়ির লোকজন হাতেনাতে ধরে। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় সালিশদার ও এলাকার গণ্যমান্য বক্তিরা ১ লাখ টাকা দেনমোহরের বিনিময়ে বিয়ের বিষয়ে সিদ্ধান্ত দেয়। কিন্তু কিছু অসাধু ব্যক্তি ছেলের পক্ষের টাকা খেয়ে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগ উঠেছে।
পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বখাটে মারুফ ও মেয়েকে আটক করে থানায় নিয়ে যায়। আজ বৃহস্পতিবার পুলিশ স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় তাদেরকে ছেড়ে দেয়। মেয়েটি মধুয়াই উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।