ফেনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চার ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা করা হয়েছে। অধিদপ্তরের ফেনী জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সোহেল চাকমা জানান, সোমবার ছাগলনাইয়া উপজেলার পাঠানগড় বাজারে নিউ আজমীর বেকারিতে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ফেনী সদরের রানীরহাট বাজারে ৩টি মুদি দোকানে মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালীন ভোক্তা অধিকার আইন সম্পর্কে জনসচেতনতার উদ্দেশ্যে উপস্থিত জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।