ফেনী

ফেনীতে বাবার ম’র’দেহ ঘরে রেখে এসএসসি পরীক্ষা দিয়েছে ছেলে

বাবা স্কুল শিক্ষক জাকির হোসেন (৪৭)।অসুস্থ্যতাজনিত কারণে বৃহস্পতিবার সকালে নিজ বাড়ীতে মা’রা গেছেন। ঘরে বাবার ম’রদেহ রেখে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ছেলে তাজবিউল হাসান জিহান। ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিন কাশিমপুর তালতলা এলাকায় এমন ঘটনা ঘটেছে।

শো’ক কে শক্তিতে পরিনত করে রতনপুর হাজী ছৈয়দের রহমান উচ্চ বিদ্যালয়ের ছাত্র তাজবিউল হাসান জিহান বৃহস্পতিবার ‘ব্যবসায় উদ্যোগ’ পরীক্ষায় অংশগ্রহণ করে।

জিহানের পরিবারের সদস্যরা জানান, বাবা জাকির হোসেনের মৃ’ত্যুর ঘটনায় পরিবারসহ বাড়ীতে শো’কে বিহবল। অশ্রসিক্ত নয়নে কেউ করছে আহাজারি আবার কেউ লা’শ দাফনের প্রস্তুতি।

এমন সময় জিহানের পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে দোটানায় পড়ে যায় পরিবারের সদস্যরা। পরে জিহান শো’ক কে শক্তিতে পরিনত করে পরীক্ষা কেন্দ্রে যায়।পরীক্ষা শেষে বাড়ী ফেরার পর বিকেল ৩টায় বাবার লা’শ দাফন করা হয়।

রতনপুর হাজী ছৈয়দের রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহজাহান জানান, জিহান ছাত্র হিসেবে ভাল। তার বাবাও এক সময় এই বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি জিহানের ভাল ফলাফল আশা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *