ফেনী সদরের রতনপুরে পরিবেশ দুষন ও অনুমোদন ছাড়া টায়ার পুড়িয়ে তেল উৎপাদনের দায়ে অথর্দন্ড। ৮ থেকে ১০ টন গাড়ির টায়ার পুড়িয়ে তৈরি করা হয় ২০০০-২৫০০ লিটার তেল, যা ব্যবহার করা হয় রাস্তা তৈরিতে! জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছে লাকড়ি।এতে মারাত্মক ক্ষতিগ্রস্থ হচ্ছে পরিবেশ। নেই কোন প্রকারে অনুমোদন, নেই পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র!
ফেনী সদরের রতনপুরে (তালতলা) সোহান এন্টারপ্রাইজ নামে এমন একটি প্রতিষ্ঠানে আজ দুপুরে অভিযান পরিচালনা করে ফেনী সদরে সহকারী কমিশনার (ভূমি)। এসময় প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ অনুসারে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।