ফেনীতে অভিনব পদ্ধতিতে প্রাইভেটকারযোগে চো’রাই গরু নিয়ে পালানোর সময় ২ চো’রকে গণধো’লাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১২মার্চ) দুপুরে শহরতলীর লালপুল এলাকা এঘটনা ঘটে।
আট’ককৃতরা হলো, সোনাগাজীর দক্ষিন পূর্ব চর চান্দিয়া এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে সোহেল রানা (২৫), সোনাগাজীর সোনাপুর কোম্পানী বাজার এলাকার আবদুর রহিমের ছেলে নুরুল আফসার (৩০)
পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ বেলা ১১টার দিকে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মাঠে ঘাস খাওয়ার জন্য কালো রংয়ের গরু বেঁধে রাখা হয়। দুপুরের দিকে চোরের দল প্রাইভেট কার বোঝাই করে গরুটি নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া করে। এক পর্যায়ে ধাওয়া খেয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে শহরের লালপুল এলাকায় একটি দোকানের সাথে সংঘ’র্ষ হয়ে দুমড়ে মুচড়ে যায়।
এসময় চোর দলের চার জনের মধ্যে দু’জন পালিয়ে গেলেও প্রাইভেট কারসহ দুই জনকে আ’টক করে পুলিশ।
পুলিশ জানায়, গরুটি শহরতলীর মোটবী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আবদুল কাদেরের।
ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, খবর পেয়ে পুলিশ এলাকাবাসীর সহায়তায় প্রাইভেট কারসহ দু’জনকে আট’ক করে।