ফেনী

ফেনীতে নিষিদ্ধ দোকান খোলা রেখে গণজমায়েত সৃষ্টি করায় ৫ দোকানির জরিমানা

করোনা ভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার রোধে সরকারের জারিকৃত নির্দেশনা না মানায় ফেনী শহরে ৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সূত্র জানায়, আজ বুধবার করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখা,দ্রব্যমূল্য মনিটরিং ও সরকার কর্তৃক নির্দেশনা বজায় রাখতে শহরের সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট,রেইলগেট ও হাসপাতাল মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মনিরুজ্জামান। এসময় মার্কেটের বিভিন্ন মুরগির দোকানগুলো নির্দেশনা না মেনে মুদিখানার দোকানের মধ্যে দোকান পরিচালনা করা, নিষিদ্ধ দোকান খোলা রেখে গণজমায়েত সৃষ্টি করায় ও জারীকৃত নির্দেশনা অমান্য করায় ৫ দোকান মালিককে দুই হাজার ২’শ জরিমানা করা হয়।

নির্বাাহী ম্যাজিষ্ট্রেট মো: মনিরুজ্জামান জানান, অভিযানকালে ণজমায়েত করে আড্ডা না দেওয়ার, যানবাহনে একাধিক ব্যক্তি না উঠার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *