ফেনী

ফেনীতে জ্বর শ্বাসকষ্ট নিয়ে মৃত সেই যুবকের করোনা ছিলোনা

ফেনী সদর উপজেলার ছনুয়ায় বুধবার মারা যাওয়া ওই যুবকের করোনা ছিলোনা। আজ শুক্রবার বিকালে গনমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন। তিনি জানান, বুধবার তার লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে এনে পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হয়।

শুক্রবার সকালে চট্টগ্রামের ওই প্রতিষ্ঠান থেকে তার করোনা রিপোর্ট নেগেটিভ বলে জানানো হয়।

ডা. সাজ্জাদ হোসেন আরো জানান, এ রিপোর্টের ফলে ওই পরিবারের লকডাউন প্রত্যাহার করা হয়। তবে ওই পরিবার হোম কোয়ারেন্টিনে থাকবে।

প্রসঙ্গত: করোনা উপসর্গ নিয়ে বুধবার এক যুবকের (৩০) মৃত্যু হহয়। ওই যুবকের জ্বর ও শ্বাসকষ্ট ছিলো বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।,ফেনী সেন্ট্রাল হাই স্কুল সংলগ্ন একটি গ্রিল ওয়ার্কশপে কাজ করতেন ওই যুবক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *