কুমিল্লা শিক্ষাবোর্ডে অধিনে অনুষ্ঠিত এবারের জেএসসি পরীক্ষায় ফেনীর ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। এছাড়াও এ বোর্ডের অধিনে নোয়াখালীর ২৩টি, লক্ষ্মীপুরের ২২টি, চাঁদপুরের ৫৬টি, কুমিল্লার ৯০টি ও ব্রাহ্মণবাড়িয়ায় ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে।
মঙ্গলবার দুপুরে কুমিল্লা শিক্ষাবোর্ড সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান বলেন, এবার কুমিল্লা শিক্ষাবোর্ডে এই বছর জেএসসি পরীক্ষায় পাশের হার শতকরা ৮৮.৮০। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১শত ৩১জন। মোট ২ লাখ ৭০হাজার ৯৭৪জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পাশ করে ২লাখ ৪০হাজার ৬২২জন। বোর্ডের অধীনে ৬টি জেলায় ১হাজার ৯শত ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা জেএসসি পরীক্ষায় অংশগ্রহন করে। তারমধ্যে ২শত ৩৯টি প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে। যা গতবছর ছিল ১শত৫৮টি।
তিনি জানান, গতবছর পাশের হার ছিল ৮৪.৮০%। জিপিএ-৫ ছিল ৩ হাজার ৭শত ৪২জন। এবছর গতবছরের চেয়ে পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা এবং শতভাগ শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে। তুলনামূলক পাশের এগিয়ে ছেলেরা, জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা।