মহামারি করোনা পরিস্থিতিতে ফেনীতে জরুরী স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগকে এ্যাম্বুলেন্স দিয়েছে জেলা প্রাইভেট হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশন। আজ বৃহস্পতিবার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানাকে এ্যাম্বুলেন্স বুঝিয়ে দেয়া হয়।
এসময় মেডিকাল অফিসার ডা. যুবায়ের ইবনে খা্য়ের, ডা। মো: ফাহিম হোসেন, ডা. আহমেদ নুর-ই রাব্বি ছাড়াও এসোসিয়েশনের কোষাধ্যক্ষ আবদুল কুদ্দুস সুমন, দপ্তর সম্পাদক শাহজালাল প্রমুখ উপস্থিত ছিলেন।
এসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ জানান, জানান, উপজেলা প্রশাসনের অনুরোধের প্রেক্ষিতে এসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিদিন একটি এ্যাম্বুলেন্স দেয়া হবে। ওই এ্যাম্বুলেন্সটি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বে থেকে জরুরী ডাক্তারদের যাতায়াত ও রোগি বহন করবে। ইতিমধ্যে এসোসিয়েশনের পক্ষ থেকে ২৫টি এ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।