ফেনীতে মোঃ প্রান্ত ইসলাম(২৫) গ্রামীণ ফোনের জেনারেটর ম্যাকানিক কে অপ’হ’রনকালে দুই ভু’য়া ডিবি পুলিশ কে আট’ক করেছে ফেনী গোয়েন্দা পুলিশ। রোববার দুপুরে তেমুহনী বাজারস্থ কাজী ষ্টোর এর সামনে থেকে তাদের আ’টক করা হয়।এরা হলেন সদর উপজেলার লক্ষিয়ারা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মো: আলাউদ্দিন (২৮) ও একই গ্রামের আবুল হোসেনের ছেলে নূর নবী (২৭)।
এ সময় তাদের কাছ থেকে প্লাষ্টিকের খেলনা পিস্তল একটি কালো ওয়াকিটকি ও নগদ ৮ হাজার (যা তিনি বিকাশের মাধ্যমে ভিকটিম কে চাপ প্রয়োগ করিয়া তার বন্ধুর নিকট হইতে আনিয়াছেন) টাকা উ’দ্ধার করা হয়।
ফেনী গোয়েন্দা পুলিশের ওসি এ এন এম নুরুজ্জামান জানান,এ ঘটনায় ফেনী মডেল থানায় অ’পহ’রন মা’মলা রুজু হয়েছে।