ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের কলঘর এলাকায় ‘কুয়াকাটা হুজুর’ হিসেবে পরিচিত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর মাহফিলে এক যুবক হঠাৎ বলে উঠলো ‘ওরে বাটপার’।
এসময় মাঠে দর্শক শ্রোতাদের মাঝে হাস্যরস্যের সৃষ্টি হয়েছে। তখন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী মঞ্চ থেকে বলেন, ‘কে এই যুবক। দেখতো এই বেয়াদব কে ? বেয়াদবের কোন ধর্ম নেই। নামধারী মুসলমান এসে সুন্দর পরিবেশকে ঘোলাটে করার চেষ্টা করে থাকেন।
এসময় তিনি ধর ধর করেন। মাহফিলেও শোরগোল পড়ে যায়। কিন্তু ততক্ষনে ওই যুবক কেটে পড়ে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার কলঘর এলাকায় মাহফিলের আয়োজন করে স্থানীয় মিতালী সংঘ। আওয়ামীলীগ নেতা নুরের নবী ভূঞা রাজুর সভাপতিত্বে মাহফিলে প্রধান ওয়ায়েজিন হিসেবে অংশ নেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী।
বয়ানের সময় তিনি স্বভাবসুলভ ভাষায় ওরে যুবক.. সম্বোধন করে বলতেছিলেন ঠিক এমনসময় কে-বা কারা হঠাৎ স্টেজের পিছন থেকে ‘ওরে বাটপার’ বলে জোরে চিৎকার দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও চিত্রটি ভাইরাল হয়ে পড়ে। সুত্রঃ ফেনীর সময়