ফেনী শহরের অদূরে বোগদাদিয়া এলাকায় শাহাদাত হোসেন জনি (২১) নামে এক যুবকের মৃ ত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৩ তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘ”টনা ঘটে।সে ফেনী সদর উপজেলার বোগদাদিয়ার সুলতান আহম্মদের বাড়ির মকবুল আহম্মদের ছেলে।
এ ঘটনায় মোটরসাইকেলে সাথে থাকা অপর এক আরোহীকে গুরুতর আহতাবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য মতে, বেলা তিনটার দিকে মহাসড়কের ওই স্থানে একটি বাসকে ওভারটেক করতে গেলে বাসের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এসময় মহাসড়কে চলমান একটি মালবাহী লরির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই জনির মৃ”ত্যু হয়। এ দু”র্ঘটনা আরও এক আরোহীকে আ”হতাবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক ওমর হায়দার জানান,পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লা”শ উ”দ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।