শহর প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মধ্যবিত্তরা, তাই তাদের কথা চিন্তা করে ফেণীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা রকিব মাজহার ও মডেল ওমর খান ব্যক্তিগত ভাবে ফেণীতে বেশ কিছু কর্মহীন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে।
গতকাল রাতে তারা ফেনী দাউদপুল ও পাঠানবাড়ি এলাকায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত বেশ কিছু পরিবারকে বাসায় বাসায় গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন। এ ব্যাপারে রকিব মাজহার ও ওমর “টাইমস অব ফেণী” কে জানান সামনের দিন গুলিতে ও একি ভাবে তারা তাদের সামর্থ অনুযায়ী খবর পাওয়া মাত্র কর্মহীন বা কষ্টে আছে এমন পরিবার গুলির পাশে দাঁড়াবেন।