বৈশ্বিক মহামারী করোনা থেকে বাঁচতে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়েছেন ফেনীর বিভিন্ন মসজিদের ইমামগণ। আজ শুক্রবার শহরের বিভিন্ন মসজিদে জুমার নামাজ পরবর্তী মোনাজাতে এমন আকুল আবেদন জানান।
সরেজমিনে দেখা গেছে, করোনা সংক্রমণ এড়াতে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী জুমার নামাজে ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদ, জহিরিয়া মসজিদে হাতেগোনা ১০-১২ জন মুসল্লী অংশগ্রহণ করে। মুসল্লী সমাগম এড়াতে বেশিরভাগ মসজিদেই নির্ধারিত সময় ১টা ৩০ মিনিটের আগেই নামাজ শেষ হয়ে যায়। বড় মসজিদে ১টা ১৫ ও জহিরিয়া মসজিদে ১টা ৫ মিনিটে জামাত অনুষ্ঠিত হয়। কিছু মুসল্লী এলেও মসজিদের বারান্দায় নির্ধারিত দূরত্ব বজায় রেখে একাকী জোহরের নামাজ আদায় করেন।মোনাজাতে অংশ নেয়ায় মুসল্লীরা কান্নাজড়িত কন্ঠে মহান আল্লাহ তায়ালার কাছে কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে করুণা থেকে বাঁচতে ক্ষমা প্রার্থনা করেন।
ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ মোনাজাতে বলেন, মহামারির কারণে দীর্ঘদিন পর বড় মসজিদ মুসল্লী শূন্য হয়েছে। এমন চিত্র গত কয়েকবছরেও হয়নি। আল্লাহ তুমি সবাইকে ক্ষমা করে দাও। অমুসলিমদেরও তুমি হেদায়েত দিয়ে দাও।