সোনাগাজী পৌরসভার চরচান্দিয়ায় করোনা ভাইরাস আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তি সহ জেলায় ৩৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সোনাগাজী উপজেলায় ১৫ ব্যক্তি সহ জেলায় ৩৪ জনের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগের রেপিড রেসপন্স টিম।। এগুলো সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে চট্টগ্রামের বিআইটিআইডিতে প্রেরণ করা হবে
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাশ জানান, আজ বৃহস্পতিবার আক্রান্ত যুবকের সংস্পর্শে আসা ১৫ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত উপজেলায় ৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়।