ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেছেন, পুলিশে নিয়োগ পরীক্ষা শতভাগ স্বচ্চতার সাথে অনুষ্ঠিত হবে। পুলিশ লাইন্স মাঠে শুরু হওয়া কনস্টেবল পদে শারীরিক পরীক্ষার বাচাই চলবে ২০, ২১, ২২, ২৩ ফেব্রুয়ারি। ১৬ মার্চ ফেনী জি এ একাডেমী উচ্চ বিদ্যালয়ে লিখিত ও ২৩ মার্চ পুলিশ লাইন্সে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ফেনীতে দরবেশ সেজে নামাজের কথা বলে সিএনজির মধ্যে মহিলার স্বর্ণ অলংকার লুট
গতকাল সোমবার সকালে পুলিশ লাইন্সের ড্রিল শেডে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) মোহাম্মদ শাহাদাত হোসেন, সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) তাসলিম হোসাইন।
পুলিশ সুপার আরো বলেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার সাথে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারো সাথে নিয়োগ বিষয়ে অবৈধ আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না। নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে নিয়োগ বাতিল ও গ্রেফতার করা হবে। আবেদনপত্রে ভূল বা মিথ্যা তথ্য দিলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে।
আরও পড়ুন: ফেনীর বাবলু লা*শ হয়ে ফিরলেন প্রবাস থেকে
কনস্টেবল পদে আবেদন করেছেন ১০৬১ জন, এর মধ্য পুরুষ ৯৬৫ জন, নারী ৯৬ জন রয়েছে। কনস্টেবল পদে পুরুষ ৩১ জন ও নারী ৫ জন নিয়োগ দেয়া হবে।