ফেনীতে সড়ক দু’র্ঘ’টনায় মাইমুনা (১৬) নামে এসএসসি পরীক্ষার্থী ও অটোরিকশা উল্টে একই পরিবারের ৩ জন আ’হত হয়েছে। রবিবার দুপুর দেড়টার দিকে ফুলগাজী উপজেলার মুন্সিরহাট পেট্রোল পাম্পের সামনে মোটর সাইকেল-সিএনজি চালিত অটোরিকশার সংঘ’র্ষে এ দু’র্ঘ’টনা ঘটে। আ’হত মাইমুনা উপজেলার খাজুরিয়া মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সে বিজ্ঞান বিভাগ হতে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

ওই স্কুলের শিক্ষক জহিরুল ইসলাম জানান, আজকের পরীক্ষা শেষ করে ফুলগাজী কেন্দ্র হতে সিএনজি অটোরিকশা যোগে বাড়ি ফিরছিল মাইমুনা। পথিমধ্যে মুন্সিরহাট পেট্রোল পাম্পের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সাথে সিএনজিটির সংঘ’র্ষ ঘটে। এতে সে মা’রাত্মক’ভাবে আ’হত হয়। আমারা তাকে উ’দ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসি। সে আমজাদ হাটের মো. মোস্তফার মেয়ে।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. শহীদুল ইসলাম জানান, দূ’র্ঘট’নার তার মাথায় আঘাত লেগেছে। আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। রিপোর্ট এলে আঘাতের মাত্রা বোঝা যাবে।
অপরদিকে ফেনী সদরের মাস্টারপাড়া-লস্করহাট আ লিক সড়কে দু’র্ঘ’টনায় একই পরিবারের তিন সদস্য আ’হত হয়েছে। আজ রবিবার সড়কের ভালুকিয়া নামক স্থানে সিএনজি চালিত অটোরিকশা উল্টে এ দু’র্ঘ’টনা ঘটে। আ’হত’রা হল আবু সায়েদ রাতুল (১০), মহব্বতের নেসা (৮৫) ও বকুল (৬০)।
জানা গেছে, সিএনজি চালিত অটোরিকশাযোগে ফেনী সদরের মোটবী হতে কুমিল্লার গুনবতীতে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে ভালুকিয়ায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে তাদের বহনকারী সিএনজিটি উল্টে পড়ে। দু’র্ঘ’টনা রাতুল, তার দাদী মহব্বতের নেসা ও পরিবারের আরেক সদস্য বকুল আ’হত হন। আ’হতদে’র মধ্যে রাতুলের অবস্থা আংশ’কাজনক। স্থানীয়রা তাদের উ’দ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তারা সকলে কুমিল্লা গুনবতীর আকদিয়া মজুমদার বাড়ির বাসিন্দা।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. শহীদুল ইসলাম জানান, আহ’ত’দের মধ্যে রাতুলের অবস্থা আশং’কাজনক। দু’র্ঘ’টনায় সে মাথায় গু’রু’তর আঘা’ত পেয়েছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।