ফেনী

ফেনীতে একই পরিবারের ৬ জন সহ ৭ জন করোনায় আক্রান্ত

ফেনীতে একদিনে আরো ৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন ফেনী জেনারেল হাসপাতালের ক্লিনার ও বাকীরা একই পরিবারের সদস্য।

জেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য নিশ্চিত করেন।

ওই সূত্র আরো জানায়, ফেনী জেনারেল হাসপাতালের যে ক্লিনার করোনায় আক্রান্ত হয়েছে, তিনি শহরের সুলতানপুর এলাকায় থাকেন।

গত ৭ মে ছাগলনাইয়া উপজেলার এক জনপ্রতিনিধিরর পরিবারের ৬ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়। আজ বুধবার রাতে চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) থেকে প্রেরিত প্রতিবেদনে করোনা পজেটিভ আসে। আক্রান্তরা ২ জন পুরুষ ও ৪ জন নারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *