ফেনী

ফেনীতে ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

ফেনীতে ৩ ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা, ফেনীর ছাগলনাইয়ার ৩টি ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম কমল এ জরিমানা করেন।

আরও পড়ুন: ফেনীতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন স্পেন প্রবাসী

সূত্র জানায়, ইটভাটা স্থাপন আইন লঙ্ঘন করে ভাটা পরিচালনা করায় ছাগলনাইয়া উপজেলার পূর্ব পাঠাননগর ব্রিকসকে ৪ লাখ, কামাল ব্রিকসকে ৪ লাখ ও পাঠাননগর ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোসাম্মৎ শওকত আরা কলি ও পরিদর্শক মো. শাওন শওকত অনিকসহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ফেনীতে হিজড়াদের চাঁদাবাজি চরমে, জিম্মি করে চাঁদা আদায়

পরিবেশ অধিদপ্তর ফেনী অফিসের উপ-পরিচালক মোসাম্মৎ শওকত আরা কলি জানান, পরিবেশ সুরক্ষায় ফেনী জেলার বিভিন্ন ইটভাটার বিরুদ্ধে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *