ফেনী পৌরসভার উদ্যোগে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের রামপুর রাস্তার মাথায় নির্মিত হয়েছে আল্লাহ ও রাসুল (স.) এর নাম সম্বলিত ভাষ্কর্য
পৌরসভা সূত্রে জানা গেছে, মহান আল্লাহ তা’য়ালা ও প্রিয় রাসুল (সা.) এর নামে ভাষ্কর্য নির্মাণের দায়িত্ব পায় পৌর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম নাদিম। পৌরসভার পক্ষ থেকে ১০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। ভাস্কর্যটি উচ্চতায় সাড়ে ১৪ ফিট। এটিতে আরবী অক্ষরে ‘আল্লাহু ও মুহাম্মদ’ লেখা রয়েছে। এটি নির্মাণে ভূমিকা রেখেছেন পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন।
বৃহস্পতিবার রাত থেকে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এটি দেখতে দর্শনার্থীরা ছুটে আসে, এবং ব্যাপক প্রশংসা কুড়ায়। ভাস্কর্যটি এলাকার সৌন্দর্য বর্ধন করায় খুশি স্থানীয়রা।
ভাষ্কর্যটি নির্মানে ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী সার্বিক সহযোগিতা করেন।