করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ফেনীতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
সূত্র জানায়, আজ রবিবার জেলা প্রশাসনের সহকারি কমিশনার নিয়তি রাণী কৈরী ও এনএম আবদুল্লাহ আল মামুন ভ্রাম্যমান আদালতের অভিযানে বের হন। অভিযানকালে শহরের মহিপাল, চাঁড়িপুর বিসিক মোড়, মোহাম্মদ আলী বাজার, লালপোল, ট্রাংক রোড, খেজুর চত্তরসহ বিভিন্ন এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের লক্ষ্যে অভিযানে সরকারি আদেশ অমান্য করে অবৈধভাবে যাত্রী পরিবহন করায় ৩ ব্যক্তিকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। তারা হলেন মো: জামাল উদ্দিন ৫ হাজার টাকা, মো ওয়াসিম ৬ হাজার টাকা) ও আইয়ুব নবী ২ হাজার টাকা।
এছাড়া অন্যান্য গাড়িচালক, সিএনজি চালক ও পথচারীসহ উপস্থিত লোকজনকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সতর্ক ও সচেতন করা হয়।অভিযানে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনার এনএম আবদুল্লাহ আল মামুন জানান, করোনা ভাইরাস মোকাবিলায় জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।