মহামারি করোনা ভাইরাস নংক্রমণ এড়াতে প্রশাসনের নির্দেশনা অমান্য করে খোলায় ফেনী শহরে দুই জুয়েলার্স দোকানে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। জেলা জুয়েলার্স নমিতির সাধারণ সম্পাদক কাজী আরিফুল হোসেন রুবেল এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, চলমান পরিস্থিতিতে প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে শহরেের বড় বাজারের গোপালপট্টিতে শাহীন জুয়েলার্স ও সোহাগ জুয়েলার্স খোলা হয়। দোকান খুলতে তাদের একাধিকবার বারণ করলেও মালিকরা কর্ণপাত করেনি। একপর্যায়ে আজ বুধবার শহর ফাঁড়ির দায়িত্বরত পুলিশের উপস্থিতিতে দোকান দুপিতে তালা ঝোলানো হয়।
শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক সুদ্বিপ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।