ফেনী

ফেনীতে অসহায় মানুষের জন্য ১০ টাকায় চাল বিক্রি শুরু

ফেনীর নিম্নআয়ের মানুষ পাচ্ছে ১০ টাকায় কেজি চাল। রবিবার সকালে কলেজ রোড হতে ওপেন মার্কেট সিস্টেম (ওএমএস) খাতে চাল বরাদ্দ কর্মসূচির উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান। সপ্তাহে তিনদিন নির্দিষ্ট (১৮ জন) ডিলাররা দিনে ১২ টন চাল ১০ টাকা কেজি হিসেবে বিক্রি করবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, শহরের কলেজ রোডের আবদুল মতিন, মাস্টার পাড়ার জাফর উল্যাহ হাজারী ও নাছির উদ্দীন হাজারী, সহদেবপুরের মোতাহার হোসেন, কদলগাজী রোডের পেয়ার আহম্মদ, বিরিঞ্চির আবুল কাশেম, সুফী সদর উদ্দিন রোডের জসিম উদ্দিন, পশ্চিম ডাক্তার পাড়ার নুরুল হক ও মোঃ নবী আলম, পূর্ব রামপুরে মোঃ ইলিয়াছ, সদর হাসপাতাল সড়কের মো. দেলোয়ার হোসেন, মহিপালের মোঃ ইসলাম ও শাহাদাত হোসেন চৌধুরী, শাহীন একাডেমী রোডের নজরুল ইসলাম ভূঞা, শান্তি কোম্পানী রোডের কাজী আবদুল মতিন, উপজেলা গেইট সংলগ্ন এলাকার নুরুল জাহিদ, বারাহীপুরের শাহাদাত হোসেন, বারাহীপুর রেল গেইট সংলগ্ন এলাকার মোঃ শফি উল্যাহ ডিলার হিসেবে ১০ টাকা দরে চাল বিক্রয় কার্যক্রম পরিচালনা করবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক (রুঃ দাঃ) জানান, ফেনী জেলা শহরের ১৮টি ডিলার হতে সাপ্তাহে ৩দিন ১০ টাকা কেজি দরে চাল বিক্রয় হবে। প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার মানুষ চাল কিনতে পারবে। একজন ব্যক্তি একবারে সর্বোচ্চ ৫ কেজি চাল কেনার সুযোগ পাবে। পরবর্তী নির্দেশনা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

জেলা প্রশাসক বলেন, করোনাভাইরাস সংক্রমণ এড়াতে, নাগরিকের স্বাস্থ্য নিরাপত্তায় সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। বর্তমান পরিস্থিতিতে নিম্নআয়ের মানুষের কাজ না থাকায় কষ্ট করছে। তাদের কষ্ট লাঘবে সরকার ১০ টাকা কেজি দরে নিয়মিত চাল সরবরাহ করবে।

ওপেন মার্কেট সিস্টেম (ওএমএস) খাতে চাল বরাদ্দ কর্মসূচির উদ্বোধনের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. সুমনী আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, জেলা খাদ্য নিয়ন্ত্রকের রুটিন দায়িত্বে মো. সহিদ উদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *