ফেনীতে ছাড়পত্র ছাড়া ইট তৈরীর দায়ে মেসাস আলী আজ্জম ব্রিকসের ১০ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা দাশ ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন।
তিনি জানান, ২০১০ সাল থেকে ফেনী শহরের ৬ নং ওয়ার্ড ফলেশ্বর এলাকায় ভাটা স্থাপন করে ইট তৈরী করে আসছেন আলী আজ্জম ব্রিকস। সনাতন পদ্ধতিতে ভাটাটি পরিচালনা করায় আশপাশের এলাকার পরিবেশে বিরুপ প্রভাব পড়ে। এছাড়া পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র নেই প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে।
এমতাবস্থায় ইট প্রস্তুুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ এর ৪ ধারা মোতাবেক ভাটাটি বন্ধ ঘোষণা করা হয়।একই সাথে দীর্ঘ দিন অনুমোদন ছাড়া ভাটা পরিচালনার দায়ে ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পরে ভাটার সত্বাধিকারী আবুল বশর ভাটাটি অন্যত্র সরিয়ে নিয়ে ছাড়পত্র সংগ্রহ করা পর্যন্ত ইট তৈরী করবেনা বলে মুছলেকা দেন।