ইউনুস মিয়া, ফটিকছড়িঃ ২৫ এপ্রিল -উপজেলার নাজিরহাটে করোনা ভাইরাস বিষয়ক সতর্কতামূলক প্রচারাভিযান, বাজার মনিটরিং, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
আজ (শনিবার) দুপুরে সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জানে আলম এ অভিযান পরিচালনা করেন। এসময় সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা রাখায় এবং অতিরিক্ত মূল্যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করায় ৮ দোকানীকে পৃথক মাম লায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় ফটিকছড়ি থানা পুলিশ সকল ধরনের আইনি সহায়তা প্রদান করেন।