অন্যান্য

ফটিকছড়িতে গরীব কৃষকের ধান কেটে দিলেন কৃষকলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা

ইউনুস মিয়া, ফটিকছড়িঃ ২৪ এপ্রিল উপজেলার নানুপুর ইউনিয়নের কৃষকলীগ নেতা মোতাহের হোসেন বাবুলের নেতৃত্বে দেশের সুপরিচিত গ্রাম মহান অলি, বুজুর্গদের জন্মস্থান মাইজভান্ডার দরবার শরীফ এলাকার হতদরিদ্র কৃষদের পাকা ধান কেটে দিলেন এলাকার আওয়ামী-লীগ, কৃষকলীগ, যুবলীগ,সেচ্ছাসেবক-লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা স্থানীয় গরীব কৃষক মুহাম্মদ রবিউলের দেড় একর জমির ধান কেটে দেয়া হয়।

আজ (শুক্রবার) সকালে এ কর্মসূচী হাতে নিয়ে উক্ত কৃষকের ধান কেটে দিয়ে তারাও আনন্দিত হন। কৃষকলীগ নেতা মোতাহের হোসেন জানান,মহামারী করোনার প্রভাবে শ্রমিক ও অর্থ সংকট দেখা দিয়েছে। তাই প্রধানমন্ত্রীর অনপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে তাঁরা এ কর্মসূচী হাতে নিয়েছেন। তিনি আরো জানান,রমজান মাসেও এহেন কর্মসূচী অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *