অনেক দিনের সম্পর্ক ছিলো। তবুও পরিবার কোনোভাবেই তা মেনে নিচ্ছিলো না। প্রেমিক-প্রেমিকা তাই একসঙ্গে প্রাণ দেয়ার সিদ্ধান্ত নেয়। পরিকল্পনা অনুযায়ী কিটনাশক সংগ্রহও করা হয়েছিলো। তবে সেই পরিকল্পনা অনুযায়ী কীটনাশক পান করে প্রেমিকা আর এর পরপরই পালিয়ে যান প্রেমিক। প্রেমিক পালিয়ে গেলে আহত প্রেমিকাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে শিক্ষকগণ।





যশোরের চৌগাছা উপজেলার জগদীশপুর গ্রামে গতকাল বুধবার (৮ জুন) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। অভিযুক্ত প্রেমিক টগর চৌগাছা উপজেলার জগদীশপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী অসুস্থ প্রেমিকা
ভুক্তভোগীর মা জানান, টগর নামে এক যুবকের সাথে আমার মেয়ের প্রেমের সম্পর্ক তৈরি হয়। তারা আমাদের বাড়িতে কিছু দিন আগে বিয়ের প্রস্তাব দেয়। তবে কোন পক্ষই এ সময় তাদের বিয়ে মেনে নিতে পারেনি।





বুধবার (৮ জুন) সকাল ১০টায় প্রেমিক তার মেয়েকে স্কুলের পেছনের মাঠে ডেকে নিয়ে জানায় পরিবার সিদ্ধান্ত মেনে না নেয়ায় ‘তারা দুজন একসঙ্গে কীটনাশক পান করে আতত্মহতত্যা করবে’। কীটনাশক কিনে আনে টগর নিজে। টগর প্রেমিক তার মেয়েকে কীটনাশক হাতে দিলে সে তা পান করে অসুস্থ হয়ে পড়ে।
মেয়ের অবস্থা খারাপ দেখে টগর পালিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্কুলের শিক্ষকরা। সেখানে মেয়েটির অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।





এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে জেনারেল হাসপাতালে ভুক্তভোগী স্কুলছাত্রীকে পাঠানো হয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ জানান, এ ধরনের কোন ঘটনা আমার জানা নেই। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।